জীবন বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


221) কালাজ্বর রোগটির জন্য নিম্নোক্ত কোন্ প্রাণীটি দায়ী?
A) সাইকে ছারপোকা
B) কিউলেক্স মশা
C) সার্কোপ্টিস মাইট
D) ফ্লিরোটোমাস স্যান্ডফ্লাই

222) মানুষের দেহের দুটি কিডনির যৌথ মাপ কত?
A) হৃৎপিণ্ডের সমান
B) হৃৎপিণ্ডের দ্বিগুণ
C) হৃৎপিণ্ডের তিন গুণ
D) হৃৎপিণ্ডের অর্ধেক

223) মানুষের শরীরের মধ্যে সবচেয়ে ছোট হাড় হল –
A) ভার্টিব্রে (vertebrae)
B) স্টেপিস (stapes)
C) ফ্যাল্যাঞ্জ (phalange)
D) মেটাকারপ্যাল (metacarpal)

224) মানুষের রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত ?
A) 21 ডিগ্রি
B) 35 ডিগ্রি
C) 37 ডিগ্রি
D) 40 ডিগ্রি

225) মানুষের শরীরে প্রতি মিনিটে কার্বন ডাই-অক্সাইড নির্গত এর পরিমাণ ?
A) 100ml
B) 200ml
C) 392ml
D) 289ml

226) মানুষের দেহে তাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি হলো
A) থাইরয়েড
B) হাইপোথ্যালামাস
C) অ্যাড্রিনাল
D) পিটুইটারি

227) নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পা-এ অবস্থিত নয় ?
A) টিবিয়া
B) হিউমেরাস
C) ফিমার
D) ফিবিউলা

228) মানুষের দেহে প্লাসমোডিয়াম এর ফলে ঘটে--
A) টিটেনাস
B) ম্যালেরিয়া
C) টাইফয়েড
D) ইনফ্লুয়েঞ্জা

229) মানবদেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের ?
A) 1
B) 2
C) 3
D) 4

230) মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় -
A) রেনিন
B) টায়ালিন
C) টেনিন
D) রেজিন

231) মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রানি --
A) কার্ডাটা
B) এমফিবিয়া
C) মলাস্কা
D) পরিফেরা

232) মূলের সাহায্যে বংশবিস্তার করে নিম্নের কোন উদ্ভিদ--
A) পদ্ম
B) রান্স
C) রাঙাআলু
D) পাথরকুচি

233) "ফোরামেন অফ মনরো” কোন অঙ্গের সাথে যুক্ত?
A) হৃদপিণ্ড
B) মস্তিষ্ক
C) পাকস্থলী
D) চোখ

234) মানুষের সাধারণত দৈনিক কত লিটার জলের প্রয়োজন?
A) 1500 মিলিলিটার
B) 3000 মিলিলিটার
C) 1800 মিলিলিটার
D) 2000 মিলিলিটার

235) হজমের শেষে শক্তির মুক্তি হয় নিম্নের কোন শক্তিতে ?
A) তাপ শক্তি
B) বৈদ্যুতিক শক্তি
C) রাসায়নিক শক্তি
D) গতিশক্তি

236) মানব শরীরে ফিল্টার অর্গান কোনটি?
A) হৃদপিন্ড
B) বৃক্ক
C) যকৃত
D) পাকস্থলী

237) পিত্ত ক্ষরিত হয় থেকে--
A) অগ্নাশয়
B) যকৃৎ
C) পিটুইটারি গ্রন্থি
D) পাকস্থলী

238) “ক্রিস্টি” দেখতে পাওয়া যায়--
A) রাইবোজোম
B) মাইটোকন্ড্রিয়াই
C) লাইসোজোম এ
D) যকৃতে

239) পেসমেকার কীসের সঙ্গে সম্পর্কযুক্ত ?
A) হৃতপিন্ড
B) যকৃত
C) বৃক্ক
D) ফুসফুস

240) বাণিজ্যিক কক নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় ?
A) রাবার
B) ওক
C) আকন্দ
D) সেগুন